শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে ৷
১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷
পরে মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখার সভাপতি আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জেলা শহরের রাজবাড়ি রোডে আলোচনায় অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তারা মানবাধিকারকর্মী গুম-অপহরণ রোধসহ মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন এবং রাষ্ট্রের প্রতি মানবাধিকার সুরক্ষার দাবী জানান৷
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানবাধিকার সংস্থার কার্যালয়ে এসে উপজেলা সভাপতি আলহাজ্ব মো. নূরুল আলম আকন্দের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী বদরুল আজম, সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোখলেছুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, কালীগঞ্জ উপজেলা সহ-সভাপতি এডভোকেট এ,কে,এম শরীফ হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সংস্থার সহ-সাধারণ সম্পাদক লূত্ফুন নাহার লতা, মো. মতিউর রহমান, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান সুরুজ, নির্বাহী সদস্য অধ্যাপক মো. ফেরদৌছ মিয়া, বেনেডিক্ট কস্তা, শামীমা মুক্তা খুশি খানম প্রমুখ৷
টঙ্গীতে মানবাধিকার কমিশন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ বক্তারা বলেন, জাতীসংঘ ১৯৪৮ ইং সালের ১০ ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা করেন৷ বক্তাগণ সকল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান৷
এছাড়া দিবসটি উপলক্ষে জেলায় বিভিন্ন মানবাধিকার সংগঠন শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করেছে৷