বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা
বিশ্বনাথে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৯মি.) বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক (গ.প্র.প্র) সিরাজুল ইসলাম খান বলেছেন, যে কোন দপ্তরের যে কোন বিষয় সবার জানার অধিকার আছে, কিছু বিষয় আছে যার গোপনীয়তা রক্ষা করতে হবে। নিজের ঘরে বসে ওয়েব সাইটের মাধ্যমে বিশ্বনাথ থেকে দেশের সব দপ্তর থেকে তথ্য জানা যাবে।
তিনি বলেন, ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে তথ্য জানার বিষয়ে আবেদন করার পরও তথ্য না পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যাবে। প্রতিটি কাজে জবাবদিহিতা থাকলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে চেষ্টা করার আহবান জানান।
তিনি আজ বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ তথ্য কমিশন ও বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, দশঘর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বাদল, উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান, শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, প্রকৌশলী এমকে আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকতা কাশমীর সুলতানা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজী মফিজ আলী বালিকা এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মুকিদ, বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, কোষাধ্যক্ষ মশিউর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, আবদুস সালাম, কামাল মুন্না ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।