বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মায়ানমার সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে মুরুং আদিবাসি পরিবারের নিহত-১, আহত-৩
মায়ানমার সীমান্ত স্থলমাইন বিস্ফোরণে মুরুং আদিবাসি পরিবারের নিহত-১, আহত-৩
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) বান্দরবানের আলীকদম থেকে সীমান্ত পাড়ি দিয়ে মায়ানমারে অনুপ্রবেশকালে স্থলমাইন বিস্ফোরণের স্বীকার হয়েছে এক মুরুং আদিবাসি পরিবার। বিস্ফোরণে ১ ব্যক্তি নিহত ও নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী রালাইপাড়া এলাকায় বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম প্রোওয়াই মুরুং (৪০)।
আহত হলেন : সংরো মুরুং (৩৫), তনখং মুরুং (১০) ও তুমরুং মুরুং (৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর বারোটার সময় আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রালাই পাড়ায় মাইন বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তারা সীমান্ত পাড়ি দিয়ে মায়ানমার যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন স্বীকার না করলেও উপজেলার ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, প্রতিয়িতই মুরুং পরিবারগুলো মায়ানমারের দিকে ধাবিত হচ্ছে। সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অনেকেই ফেরত আসলেও এপর্যন্ত আমার জানামতে এপর্যন্ত রালাই পাড়া থেকে ৫ পরিবার, মাংরুম পাড়া খেবে ২ পরিবার, মেনক্লাং পাড়া থেকে ১ পরিবার, বুতু পাড়া থেকে ২ পরিবার, মেননি পড়া থেকে ১ পরিবার, মনইয়ম পড়া ১ পরিবার এবং তেচ্চা পাড়া থেকে ৬ টি পরিবার মোট ১৮ টি পরিবার মায়ানমার চলে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে সীমান্ত পেরিয়ে মায়ানমারে যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্গম এলাকা হওয়ায় এখনও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবানের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এলাকাটি খুবই দুর্গম হওয়ায় লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। তিনি জানান, আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।