শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জাতির জনকের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
খাগড়াছড়িতে জাতির জনকের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) নানা কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে সকালে র্যালীসহযোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্টান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় কেক কাটা, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। আজ ১৭ মার্চ শনিবার সকালে বঙ্গবন্ধুর জম্ম দিনের কেক কাটেন, পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীন উদ্ভাস্ত পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলসহ আওয়ামীলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।
অপর দিকে জেলার পানছড়ি, মানিকছড়ি, লক্ষিছড়ি, রামগড়, গুইমারা, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা উপজেলায় আওয়ামীলীগ এবং আ.লীগের অঙ্গ এবং সহযোগি সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।