শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বজ্রপাতে আহত-১
মহালছড়িতে বজ্রপাতে আহত-১
মহালছড়ি প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার করল্যাছড়ি গ্রামে ১ মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ১৭ মার্চ শনিবার বিকাল ৪ টার দিকে আকস্মিক বজ্রপাতে করল্যাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অমলেন্দু চাকমার স্ত্রী শেফালী চাকমা (২৫) বজ্রপাতের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন মহালছড়ি সদর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেফালী চাকমা নিজ বাড়িতে গৃহাস্থলির কাজে ব্যস্ত থাকাবস্থায় বজ্রপাতে শিকার হন। এ সময় শেফালী চাকমার গলায় পরিহিত রুপার চেইন পুড়ে গিয়ে কয়েক টুকরো হয় এবং সোলারের ব্যাটারী ব্লাস্ট হয়ে যায়।
স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক ডা. তনয় তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতের ঘটনায় শেফালী চাকমা গলার কিছু অংশ পুড়ে গেছে। তবে, তিনি এখন আশংকা মুক্ত।