শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঘরের আড়ার সাথে ঝুলে থাকা বৃদ্ধ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
ঘরের আড়ার সাথে ঝুলে থাকা বৃদ্ধ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের আড়ার সাথে ঝুলে থাকা অবস্থায় যতিশ চন্দ্র দাস (৮০) নামে এক বৃদ্ধ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাপাসিয়া উপজেলার টোক নরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজ শেষ করে অবসরে যান।
আজ ১৭ মার্চ শনিবার সকালে গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের শিক্ষকের নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতিশ চন্দ্র দাস প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল ৯টার দিকে নিহতের বড় ছেলে স্কুল শিক্ষক রতিন্দ্র চন্দ্র দাস তার বাবাকে দীর্ঘক্ষন ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনের সহায়তায় বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধ যতিশ চন্দ্র দাসকে দেখতে পান। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে শিক্ষক রতিন্দ্র চন্দ্র দাস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, তারা বাবা দীর্ঘদিন যাবত অনেকটাই মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ ব্যাপারে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।