বুধবার ● ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে মতবিনিময় সভা
ঈশ্বরদীতে মতবিনিময় সভা
ঈশ্বরদী প্রতিনিধি :: (৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৪মি.) প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাংবাদিক ও সংবাদপত্রের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ ও অনাচার,অথ্যাচারসহ নানা অনিয়ম বন্ধ করতে পারে। আজ বুধবার বেলা এগারোটায় ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক,গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময়কালে সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এসব কথা বলেন।
এ সভায় বক্তব্য দেন,আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস,মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা চান্না,জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি টিএ পান্না,প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, জাতীয় সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি এএ আজাদ হান্নান, প্রেসক্লাবের সহসভাপতি কেএম আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মিশুক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও প্রশিক্ষণ সম্পাদক ও দৈনিক মাতৃায়া পত্রিকর ঈশ্বরদী প্রতিনিধি বাপ্পি রায়হানসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সম্পাদকরা বক্তব্য দেন।