শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » পল্লবী থানা থেকে রিমান্ডের আসামী পলাতক : তোলপাড়
পল্লবী থানা থেকে রিমান্ডের আসামী পলাতক : তোলপাড়
শামসুল আলম স্বপন,ঢাকা:: পল্লবী মডেল থানা থেকে রিমান্ডের আসামী পালিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তোলপাড়। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করতে পারেনি মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা জিল্লুর রহমান। পল্লবী মডেল থানার অফিসার ইন চার্জ দাদন ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এখন পর্যন্তও পালিয়ে যাওয়া আসামীকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার করতে সক্ষম না হলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলে তিনি জানান।
পল্লবী মডেল থানা সুত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর পাবনা জেলার ঈশ্বর্দীর রহমত আলীর ছেলে আতিকুর রহমান সূর্য (৩২ )কে মানবপাঁচার ও মেয়েদের জোর করে পতিতাবৃত্তিÍ করানোর অভিযোগে পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলা নং ২০ তারিখ ৮/১২/১৫ ইং। ধারা : নারীদের জোর করে পতিতাবৃত্তি করানোর ও মানব পাঁচার প্রতিরোধ দমন আইন ।
৯ই ডিসেম্বর আসামীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ ডিসেম্বর আসামীকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন। ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তদন্তকারী কর্মকর্তা দারোগা জিল্লুর রহমান হ্যান্ডকাপ ছাড়াই আসামীকে হাজতখানা থেকে থানার দোতলায় নিয়ে যেয়ে চেয়ারে বসতে দেন। এর কিছুক্ষণ পর দারোগা জিল্লুর রহমান আসামীকে তাঁর কক্ষে বসিয়ে রেখে অন্য কক্ষে যান। আনুমানিক ৫ মিনিট পর ফিরে এসে দেখেন আসামী রুমে নেই। বিষয়টি গোপন করে তিনি আসামী খুঁজতে থাকেন । রাত ১০টা পর্যন্ত থানা এলাকায় হন্যে হয়ে খোঁজার পরও আসামীকে না পেয়ে বিষয়টি পল্লবী থানার অফিসার ইন চার্জ দাদন ফকিরকে অবহিত করলে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি জানিয়ে অফিসার ইন চার্জ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরণ করেন।