শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » আলীকদমে উদ্ধুদ্ধ করণ সভা
আলীকদমে উদ্ধুদ্ধ করণ সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) আলীকদমে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মানব পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উদ্ধুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়নের গয়ামঝিরি পঞ্চবিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল কাইছার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বাদশা প্রমূখ।
সভায় বক্তরা বলেন সম্প্রতি একটি বিশেষ চক্র পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-গোষ্ঠিগুলোকে ভূল বুঝিয়ে এবং মিথ্যা প্রলোভন দেখিয়ে মায়ানমার যেতে উদ্বুদ্ধ করে তুলেছে। যার কারণে বেশ কিছু পরিবার ইতিমধ্যে বাংলাদেশ থেকে মায়ানমার চলে গিয়েছে। এই ধরণের ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার কথা জানান বক্তারা। তারা আরো বলেন সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মানব পাচাররোধে সরকার কঠোর অবস্থানে আছে। সুতরাং যারা এখনো এসব কর্মকান্ডোর সাথে জড়িত আছেন তারা বেরিয়ে না এলে কাউকে ছাড় দেওয়া হবেনা।