শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে পৃথক মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেফতার-৬
গফরগাঁওয়ে পৃথক মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেফতার-৬
ময়মনসিংহ অফিস ::(৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতারণা করে ৫৩ শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশনসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে মোটা অংকের টাকা আদায় করার পর পরীক্ষায় অংশগ্রহন করতে না পারা শিক্ষার্থীর অভিভাবকের মামলায় আসামি উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা মারুফ আহমেদসহ পৃথক মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৩ মার্চ শুক্রবার গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপির যোগসাজসে গত এসএসসি পরীক্ষার পূর্বে ৫৩ জন শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশনসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে মোটা অংকের টাকা আদায় করেন। কিন্তু পরীক্ষার সময় এসব শিক্ষার্থীর প্রবেশপত্র না আসায় তারা কেউ পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি।
পরে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের হাত থেকে বাঁচতে রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা পপি গা ঢাকা দেন। পরে এ ঘটনায় বিক্ষুদ্ধ এসএসসি পরীক্ষার্থী নাসরিন আক্তারের বাবা মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারি ওই দু’জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার সকালে গফরগাঁও থানা পুলিশ পলাতক আসামি মারুফ আহমেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
অপরদিকে গফরগাঁও থানা পুলিশ পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রৌহা গ্রামের রাজু মিয়া, জাহিদ আল হাসান পলাশ, রসুলপুর গ্রামের শান্ত মিয়া, উথুরী গ্রামের সালেহা বেগম এবং ত্রিশাল উপজেলার ফাতেমা নগর এলাকার রিপন মিয়াকে ছিনতাইয়ের অভিযোগে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।
গফরগাঁও থানার এসআই ও প্রতারণা মামলার তদন্তকারী কর্মকর্তা হবিবুর রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, ফরম পূরণের নামে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষক ও জামায়াত নেতা মারুফ আহাম্মেদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।