শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুরে মন্দিরে সশস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
দিনাজপুরে মন্দিরে সশস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দিনাজপুরের কান্দারোলে ইসকন মন্দিরে গুলি, বোমা হামলা ও ভক্তদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠানে এসব হামলা চালানো হচ্ছে তা অত্যন্ত স্পষ্ট। দিনাজপুরে এই নিয়ে সাম্প্রতিক সময়ে চতুর্থবারের মত এই ধরনের হামলা চালানো হয়। কোন ধর্মপ্রাণ মানুষ মসজিদ, মন্দির, খ্রিস্টান প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মানুষের উপর এই হামলা চালাতে পারে না। তিনি বলেন এদেশের অসাম্প্রদায়িক মানুষ কোনভাবেই এই ধরনের হিংসাত্মক সহিংস তৎপরতা বরদাসত করবে না।
বিবৃতিতে তিনি বলেন সন্ত্রাসীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার না হওয়ায় ক্রমে তারা বেপরোয়া হয়ে উঠছে। তিনি অনতিবিলম্বে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
বিবৃতিতে তিনি হামলাকারী এসব সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)