সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সাত নারী সংগঠক আটক
রাঙামাটিতে সাত নারী সংগঠক আটক
লংগদু প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০১মি.) রাঙামাটির পার্বত্য জেলার লংগদু উপজেলায় মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে ইসলামি ছাত্রী সংস্থার ছয় জনসহ মোট সাত নারী সংগঠক আটক করেছে লংগদু থানা পুলিশ।
২৬ মার্চ সোববার সকালে মুসলিম ব্লক এলাকা থেকে রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় ওসমান গনি পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, মোছা. শাহানাজ (২৭), মোছা. নাছিমা আক্তার (৩০), মোছা. মাহমুদা (২৯), মোছা. তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), মোছা. সাহিদা (২৫) নামের ছয়জনসহ মুসলিম ব্লক এলাকার স্থানীয় মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, যুদ্ধপরাধী সাজাপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক ও জামাত নেতা ওসমান গনি এবং তার স্ত্রী মোছা. ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতার জন্য গোপন বৈঠকের আয়োজন করে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকার বিরোধী বই পাওয়া যায়। তিনি আরো জানান, তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে মামলার পক্রির পক্রিয়া শুরু করা হবে।