সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে রিক্সা চালক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
ময়মনসিংহে রিক্সা চালক স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
ময়মনসিংহ অফিস :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) ময়মনসিংহ নগরীতে রিক্সা চালক স্বামীর বিরুদ্ধে স্ত্রী অজুফা খাতুন(২০)কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী আরিফ পলাতক রয়েছে।
আজ ২৬ মার্চ সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর গলগন্ডা এলাকার ভাড়া করা বাসা থেকে হাত মুখ বাধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নিহত গৃহবধুর পরিবারের বরাত দিয়ে জানান, গত ৮/৯ মাস আগে মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের সামছুল হকের মেয়ে অজুফাকে পারিবারিক ভাবে বিয়ে করেন একই ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের রিক্সা চালক আরিফ মিয়া।
বিয়ের পর রিক্সা চালক আরিফ মিয়া তার স্ত্রী অজুফাকে নিয়ে ময়মনসিংহ শহরের খাগডহর গলগন্ডা এলাকায় ভাড়া বাসায় উঠেন এবং নগরীতেই রিক্সা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। মাঝে মাঝে অজুফাকে শারীরিকভাবেও নির্যাতন করতো আরিফ।
রবিবার দিনগত রাত পৌণে ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী অজুফাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আরিফ মিয়া। খবর পেয়ে পুলিশ নিহত অজুফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকায় বিষয়টি জানাজানির আগেই স্বামী আরিফ পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি মাহমুদুল হাসান আরও জানান।