মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
ঝালকাঠি প্রতিনিধি :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৬মি.) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ঝালকাঠিতে আজ ২৭ মার্চ মঙ্গলবার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমাজসেবার উপপরিচালক মো. রুহুল আমিন সেখ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর।
তথ্যপত্র উপস্থাপন করেন প্রবেশন অফিসার ও শহর সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কোর্ট ইন্সপেক্টর একেএম সুলতান মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান পলাশ, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. ফারুক হোসেন, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক প্রদীপ ভক্ত, মুচি জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক জনি রবি দাস, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি সুমন সরদার প্রমুখ আলোচনায় অংশ নেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেয়া চলমান সেবা কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে সমাজসেবার মাধ্যমে ঝালকাঠি জেলায় মোট ২২৪ জনকে বিশেষ ভাতা কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। এর মাধ্যমে তারা মাসিক পাঁচশ টাকা হারে ভাতা পাচ্ছেন। এছাড়া শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় নেয়া হয়েছে ১৭৫ জন শিক্ষার্থীকে। এরমধ্যে প্রাথমিক স্তরে ১১৩ জন তিনশ টাকা হারে, মাধ্যমিক স্তরে ৩৫ জন চারশ পঞ্চাশ টাকা হারে, উচ্চমাধ্যমিক স্তরে ১৫ জন ছয়শ টাকা হারে এবং উচ্চতর স্তরে ১২ জন এক হাজার টাকা হারে উপবৃত্তি পাচ্ছে। সেমিনারে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারে পাশাপাশি সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানানোসহ স্থানীয় পর্যায়ে ডাটাবেজ তৈরি, কারিগরী প্রশিক্ষণ ও বাস্তবায়নযোগ্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণে সুপারিশ গ্রহণ করা হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।