শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » খানসামায় প্লাষ্টিকের ব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান
খানসামায় প্লাষ্টিকের ব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান
মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন জায়গার হাসকিং মিল ও বিভিন্ন দোকানে পণ্য পাটজাত মোরগ বাধ্যতামূলক আইন ২০১০ এর ৫৩ অনুচ্ছেদের ৪/১৪ নং ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত প্লাষ্টিকের বস্তা ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ১২ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পযন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ৷ এই সময় প্লাষ্টিকের বস্তা বিক্রতাদের ও ব্যবহারকারীদের কাছ থেকে মোট ৭৫০০ টাকা জরিমানা করা হয় ৷ ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান ও দিনাজপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার মালাকার ৷ অভিযান চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসাধারনকে প্লাষ্টিকের ব্যাগ ও বস্তা পরিত্যাগ করে পাটের ব্যাগ ও বস্তা ব্যবহার করা জন্য উদ্বুদ্ধ করেন এবং হাসকিং মিল মালিকদের তিনি প্লাষ্টিকের বস্তা যাতে তাদের মিলে কেউ ব্যবহার করতে না পারে সে দিকে লক্ষ রাখতে নির্দেশনা দেন
আপলোড : ১২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩৫ মিঃ