রবিবার ● ১৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » টি-২০ বিশ্বকাপের সুচি
টি-২০ বিশ্বকাপের সুচি
ক্রীড়া প্রতিবেদক :: আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। শুক্রবার জাককমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা।
টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু হবে ৮ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল কোলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে।
মূল পর্ব বা সুপার টেন পর্ব শুরু হবে ১৫ মার্চ।
টুর্নামেন্টের গ্রুপ এবং পূর্ণাঙ্গ সূচি নিচে দেয়া হলো
পুরুষ বিভাগ
প্রথম রাউন্ড( গ্রুপ জয়ী দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে)।
গ্রুপ এ: বাংলাদেশ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং ওমান
গ্রুপ বি: জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং এবং আফগানিস্তান।
দ্বিতীয় রাউন্ডের গ্রুপ:
সুপার টেন পর্ব:
গ্রুপ ১: শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং বাছাই পর্ব থেকে উন্নীত বি গ্রুপের শীর্ষ দল।
গ্রুপ ২: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বাছাই পর্ব থেকে উন্নীত এ গ্রুপের শীর্ষ দল।
মহিলা:
গ্রুপ এ: অস্ট্রেলিয়া(এ-১), দক্ষিণ আফ্রিকা(এ-২),নিউজিল্যান্ড(এ-৩), শ্রীলংকা(এ-৪) এবং আয়ারল্যান্ড(এ-৫)
গ্রুপ বি: ইংল্যান্ড(বি-১), ওয়েস্ট ইন্ডিজ(বি-২), ভারত(বি-৩), পাকিস্তান(বি-৪) এবং বাংলাদেশ(বি-৫)।
টুর্নামেন্ট সুচি:
পুরুষ:
প্রথম রাউন্ড:
মঙ্গলবার, ৮ মার্চ: জিম্বাবুয়ে বনাম হংকং, নাগপুর; স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, নাগপুর।
বুধবার, ৯ মার্চ: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, ধর্মশালা; আয়ারল্যান্ড বনাম ওমান, ধর্মশালা।
বৃহস্পতিবার, ১০ মার্চ: স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে, নাগপুর; হংকং বনাম আফগানিস্তান, নাগপুর।
শুক্রবার, ১১ মার্চ: নেদারল্যান্ডস বনাম ওমান, ধর্মশালঅ; বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ধর্মশালা।
শনিবার, ১২ মার্চ: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, নাগপুর; স্কটল্যান্ড বনাম হংকং, নাগপুর।
রবিবার, ১৩ মার্চ: নেদারল্যান্ডস বনাম আয়ারর্যান্ড, ধর্মশালঅ; বাংলাদেশ বনাম ওমান, ধর্মশালা।
দ্বিতীয় রাউন্ড/সুপার টেন:
মঙ্গলবার, ১৫ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত. নাগপুর।
বুধবার, ১৬ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, মুম্বাই; পাকিস্তান বনাম বাছাই পর্ব উন্নীত ১ এ, কোলকাতা
বৃহস্পতিবার, ১৭ মার্চ: শ্রীলংকা বনাম বাছাই পর্ব উন্নীত ১ বি কোলকাতা
শুক্রবার, ১৮ মার্চ: অস্ট্রেলিয়া বনাম নিউজল্যান্ড ধর্মশালঅ; দক্ষিন আফ্রিকা বনাম ইংল্যান্ড, মুম্বাই
শনিবার, ১৯ মার্চ: ভারতবনাম পাকিস্তান, ধর্মশালা
রবিবার, ২০ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম বাছাই পর্ব উন্নীত ১ বি, মুম্বাই; শ্রীলংকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, বেঙ্গালুরু
সোমবার, ২১ মার্চ, অস্ট্রেলিযা বনাম বাছাই পর্ব উন্নীত ১ এ, বেঙ্গালুরু।
মঙ্গলবার, ২২ মার্চ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, মোহালি
বুধবার, ২৩ মার্চ: ইংল্যান্ড বনাম বাছাই পর্ব উন্নীত ১ বি, নয়াদিল্লি ; ভারত বনাম বাছাই পর্ব উন্নীত ১ এ, বেঙ্গালুরু
শুক্রবার, ২৫ মার্চ: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, মোহালি; দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, নাগপুর
শনিবার, ২৬ মার্চ: বাছাই পর্ব উন্নীত ১ এ বনাম নিউজিল্যান্ড, কোলকাতা; ইংল্যান্ড বনাম শ্রীলংকা, নয়া দিল্লি
রবিবার, ২৭ মার্চ: ভারত বনাম অস্ট্রেলিয়া, মোহালি; বাছাই পর্ব উন্নীত ১ বি বনাম ওয়েস্ট ইন্ডিজ, নাগপুর।
সোমবার, ২৮ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা, নয়া দিল্লি
বুধবার, ৩০ মার্চ: সেমিফাইনাল ১
বৃহস্পতিবার, ৩১ মার্চ: সেমিফাইনাল ২
রবিবার, ৩ এপ্রিল: ফাইনাল, কোলকাতা।