বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » কোটা পদ্ধতি বাহাল রাখতে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা সমাবেশ
কোটা পদ্ধতি বাহাল রাখতে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা সমাবেশ
ঝালকাঠি প্রতিনিধি :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৪মি.) কোটা পদ্ধতি বাহাল রাখার দাবীতে মুক্তিযোদ্ধা সমাবেশ, মানববন্ধন এবং প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন ঝালকাঠির মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্ম।
মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ করা হয়। এরপর সেখানে চলে ঘন্টাব্যাপি মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম নান্না ফকির প্রমুখ। বক্তরা বলেন, বিদ্যমান কোট পদ্ধতি বিলুপ্ত করা হলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হবে। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনারও বিলুপ্তি ঘটবে। তাই প্রচলিত কোটা পদ্ধতি বলাহ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে একই দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয় হয়।