বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাকৃবি ক্যাম্পাস কোটা সংস্কারের দাবিতে উত্তাল : ফের রেলপথ অবরোধ
বাকৃবি ক্যাম্পাস কোটা সংস্কারের দাবিতে উত্তাল : ফের রেলপথ অবরোধ
ময়মনসিংহ অফিস :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-বিক্ষোভে উত্তাল। পোস্টারে কোটা সংস্কারের দাবি আর শ্লোগানে শ্লোগানে মুখরিত শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের সামনের মুক্তমঞ্চ। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী আজ ১১ এপ্রিল বুধবারসকাল ৯টা থেকে কোটা সংস্কারের পক্ষে শ্লোগান তুলছেন। সেইসাথে ঢাকা-ময়মনসিংহ রেলপথ আবারও অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে বাকৃবি ক্যাম্পাসে বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের করিডর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোটা সংস্কার এখন সময়ের দাবি। বিদ্যমান এই কোটা সংস্কার হওয়া অত্যন্ত জরুরি। তরুণ সমাজের দাবির পরিপ্রেক্ষিতে শতকরা ৫৬ ভাগ কোটা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়। এখানে আমাদের দলীয় কোনো পরিচয় নয়। আমাদের পরিচয় হবে কোটা সংস্কারের পক্ষে থাকা যুব সমাজের প্রতিনিধি। কোটা সংস্কার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানান বক্তারা।
বাকৃবি ক্যাম্পাসের বাইরে বুধবার (১১ এপ্রিল) সকাল ১১টা থেকে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাঈল,জামালপুর, শেরপুরসহ চার জেলার মহাসড়কের প্রধান রাস্তা দিগারকান্দা বাইপাস মোড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী শতশত সাধারণ শিক্ষার্থী অবস্থান নিয়েছে । প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।এ অবস্থায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার রেলযাত্রী।
অন্যদিকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে জেলা পুলিশ। তবে যেকোন মুহূর্তে অ্যাকশানে যেতে পারে পুলিশ প্রশাসন বলে একটি সূত্রে জানা গেছে।