রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি : আ’লীগ-বিএনপিসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা
গাজীপুর সিটি : আ’লীগ-বিএনপিসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন জমা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪৬মি.) উৎসবমুখর পরিবেশে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সির পদপ্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দীন সরকার, আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মো. জাহাঙ্গীর আলমসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৫৭টি সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী ও ১৯টি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মেয়র পদে ১৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৫ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।
বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান উদ্দিন সরকার তার মনোনয়নপত্র নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের কাছে দাখিল করেন। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সোহরাব উদ্দীন ও মীর হালিমুজ্জামান ননী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম, মো. মুজিবুর রহমান ও মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ছাড়াও মেয়র পদে জাসদ প্রার্থী গাজীপুর মহানগর জাসদ সভাপতি রাশেদুল হাসান রানা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী হয়ে গাজীপুর মহানগর জামায়াত সভাপতি মো. সানাউল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ ও মো. আফছার উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দখিল উপলক্ষে বৃহস্পতিবার জেলা শহর এবং আশপাশ এলাকায় ছিল প্রার্থীদের কর্মী-সমর্থকের ভিড়। অনেক প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকরা মিছিল করেছেন।
উল্লেখ্য, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।