শুক্রবার ● ২০ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা-মাছ
চট্টগ্রামে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা-মাছ
রাউজান প্রতিনিধি :: (৭ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) চট্টগ্রামের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রুয়-জাতীয় মা মাছরা ডিমের নমুনা ছেড়েছে। আজ শুক্রবার রাত ২টা থেকে সকাল ৯টার সময়ে নদীতে জোয়ারের সময়ে রুয় জাতীয় মা মাছ ডিমের নমুনা ছাড়লে রাউজান-হাটহাজারী এলাকার ডিম সংগ্রহকারীরা নদী থেকে ডিমের নমুনা সংগ্রহ করতে দেখা যায়। গতকাল রাতে হালদা নদীতে রুয় জাতীয় মা-মাছ ডিম ছেড়েছে। এক বছরের বিরতিতে পুনরায় ডিম সংগ্রহ করতে পেরে আনন্দিত হালদা তীরের মৎস্যজীবীরা। ঠিক গত বছর শুক্রবার (১-এপ্রিল) সকালে কার্প জাতীয় মা-মাছ ডিম ছেড়েছিল। প্রায় এক বছর বিরতীর পর (২০-এপ্রিল) শুক্রবার রাতে হালদা নদীতে প্রথম মা মাছেড়া ডিম ছেড়েছে। এসময় এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসবে পরিচিত হালদা নদীতে ডিম ছেড়েছে রুয় জাতীয় মা মাছেরা। এসময় দেখাযায় নৌকায় করে সেই ডিম সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন হালদা তীরের মানুষরা।
এ বিষয়ে জানতে চাইলে সকালে হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, হালদা এশিয়ার মহাদেশে মধ্যে একমাত্র নদী যেখান থেকে প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহ করা হয়ে থাকে প্রতি-বছর বর্ষর সময়ে। এপ্রিলে বৃষ্টিপাত শুরু হলে অন্যান্য নদী থেকে এসে কার্প জাতীয় মা মাছেরা হালদার কয়েকটি স্থানে মা জাতীয় মাছেরা ডিম ছেড়ে থাকে। এবার রাম দাশ হাট হতে অংকুরী ঘোনা পযন্ত বেশ-কিছু স্থানে ডিম ছেড়েছে মা মাছেরা, এছাড়া আজিমের ঘাট, নাপিতের ঘোণা, কাগতিয়া, পুরা খালি, সিপাহীর ঘাটসহ এলাকায় ডিম সংগ্রহকারীরা নদী থেকে মা মাছের ডিমের নমুনা সংগ্রহ করে। স্থানীয় ডিম সংগ্রহ কারীরা এ পর্যন্ত প্রায় প্রতি নৌকায় ৩-৪ বালতি করে ডিম সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
এদিকে, হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করে ডিম সংগ্রহকারীরা এখন ডিম ফুটানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। হ্যাচারি ও হালদা নদীর তীরে মাটির কুয়ায় ডিম ফুটানোর কাজ চালিয়ে যাচ্ছেন ডিম সংগ্রহকারীরা।
রাউজান উপজেলা মৎস্য অফিসার অামিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাতে নদীতে জোয়ারের সময়ে রাত অানুমানিক ২টা থেকে সকাল ৯পর্যন্ত হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ছে। ৪’শতাধিক নৌকায় অর্ধসহস্রাধিক ডিম সংগ্রহকারী হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহ করেন। তারা এসময়ে হালদা নদী থেকে বেশ-কিছু ডিম সংগ্রহ করেন বলে জানান তিনি।