বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পাহাড় ধ্বস সম্পর্কে সচেতনতামুলুক র্যালী
কাউখালীতে পাহাড় ধ্বস সম্পর্কে সচেতনতামুলুক র্যালী
কাউখালী প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২০মি.) কাউখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাহাড় ধ্বস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামুরুক কার্যক্রম সম্পর্কিত এক র্যালী, আলোচনা সভা গত সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনের কার্যালয়ের আয়োজনে পাহাড় ধ্বস সম্পর্কে এক সচেতনতামুলুক র্যালী উপজেলার গুরুত্ব পুর্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্টেক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সিমা রানী সেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) বিধূরন্জন চাকমা ও কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।