বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুদক উপ পরিচালকের মাটিরাঙ্গা হাসপাতাল পরিদর্শন
দুদক উপ পরিচালকের মাটিরাঙ্গা হাসপাতাল পরিদর্শন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) জনগনের টাকায় দেশের প্রতিটি সরকারী কর্মচারী বেতনভাতা সহ পেনশন সুবিধা ভোগ করেন মন্তব্য করে দূর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. শফিকুর রহমান বলেন, ডাক্তারসহ চাকুরিজীবিদের আরো বেশী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। কর্মস্থলে সকলে দুর্নীতিমুক্ত থেকে স্ব-স্ব কর্তব্যকাজে সচেতন থাকলে দেশের মানুষ কাঙ্খিত সেবা পাবে বলেও মন্তব্য করেন।
গতকাল বুধবার (২৫ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও হাসপাতালে কর্তব্যরত ডা. ও কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, সদস্য ও মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ, বীরো মোহন ত্রিপুরাসহ অন্যান্য হাসপাতাল ও মাটিরাঙ্গা দুদকের সংস্লিষ্ট কর্তৃপক্ষ।