বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » গফরগাঁওয়ে শিবিরের সাবেক সভাপতিসহ গ্রেফতার-৩
গফরগাঁওয়ে শিবিরের সাবেক সভাপতিসহ গ্রেফতার-৩
ময়মনসিংহ অফিস :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭ মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হোসেন(৩৮)সহ পৃথক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২ মে বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত রাতে গফরগাঁও থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সূরা সদস্য আলী হোসেনকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে পাগলা থানা পুলিশ। আলী হোসেন পাগলা কোনা পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
অন্যদিকে একই রাতে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলদী গ্রামের আব্দুল মজিদের ছেলে নয়ন মিয়া(৩০) ও কাঁজা গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী কামরুন্নাহার(৪০)কে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ ব্যাপারে বলেন, গফরগাঁও থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সূরা সদস্য আলী হোসেন বিস্ফোরক মামলার পলাতক আসামি। অন্য দুজন নিয়মিত মামলার আসামি। গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে আরও জানান তিনি।