বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশনটি ৪ বছরেও চালু হয়নি
রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশনটি ৪ বছরেও চালু হয়নি
ঝালকাঠি প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) ঝালকাঠির রাজাপুরে নির্মানকাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও এখনও চালু হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফলে শুষ্ক মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কে উপজেলা-বাসী। এ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন চালু না থাকায় পাশবর্তী ঝালকাঠি, কাউখালি, কাঠাঁলিয়া ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুর। এ উপজেলায় সরকারি, বেসরকারি, ২টি পেট্রোল পাম্প, ৬টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, শতাধিক পেট্রোল বিক্রির দোকান, বেকারি-হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ দিনেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হয়নি। বিভিন্ন সময় অগ্নিকান্ডে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র ও বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে নিঃস্ব হয়ে যায় মানুষ। দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ২০১৪ সালের জুলাই মাসে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্ধ পেয়ে উপজেলা সদরের অদূরে রাজাপুর ডিগ্রি কলেজের সামনের এলাকায় রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে বরাদ্ধকৃত টাকা দিয়ে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন করতে না পারায় কাজ শুরুর ৪ বছর অতিবাহিত হলেও ফায়ার স্টেশন চালু করা সম্ভব হয়নি। ২০১৭ সালের প্রথম দিকে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের জন্য বরাদ্ধকৃত একটি নতুন গাড়ি ও একটি পাম্প ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনে এক বছর ধরে পরে আছে। কিন্তু সংশ্লিষ্ট কারও রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন চালুর কোন উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে রাজাপুরে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আতঙ্কে রয়েছে দাহ-পদার্থ বিক্রির ব্যবসায়ীসহ উপজেলা-বাসী।
অপরদিকে আশার বাণী শোনালেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক বলেন, বাড়তি কিছু কাজের জন্য নতুন করে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছি বরাদ্দ পেলে কাজ সম্পন্ন করে দ্রুত ফায়ার সার্ভিসটি চালু করতে সক্ষম হবো।
জেলার গুরুত্বপূর্ণ উপজেলা রাজাপুরকে অগ্নিকান্ডের ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুতই রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবি উপজেলা-বাসীর।