বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা : আহত-১
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা : আহত-১
ষ্টাফ রিপোর্টার :: (২০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৫৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংস্কারপন্থী পার্বত্য জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের নেতা এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে নানিয়াচর উপজেলা সদরে নানিয়াচর উপজেলা পরিষদের সরকারি বাস ভবণ থেকে বের হয়ে কার্যলয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর গাড়ি চালক রূপম চাকমা গুলিবিদ্ধ হয়েছ। নিজের বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ে যাওয়ার পথে শক্তিমান চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়।এডভোকেট শক্তিমান চাকমা’র মৃত্য নিশ্চিত করে দুর্বৃত্তরা পারিয়ে যায়।
এঘটনায় সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শক্তিমান চাকমা ও নানিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট(ইউপিডিএফের ) প্রসীত গ্রুপ এর লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শক্তিমান চাকমা মারা যান।
নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ঘটনাস্থলে মারা যাওয়া বিষয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন স্থানীয় অধিবাসী, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র।
উল্লেখ্য,১/১১ এর পর সংস্কারপন্থী বলে পরিচিত পার্বত্য জনসংহতি সমিতি (এমএন লারমা) সংগঠন প্রতিষ্ঠাতাকারীদের মধ্যে এডভোকেট শক্তিমান চাকমা অন্যতম একজন নেতা। পার্বত্য জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের দ্বারা রাঙামাটি শহর থেকে বিতাড়িত হওয়ার পর থেকে এডভোকেট শক্তিমান চাকমা দীর্ঘ দিন যাবৎ খাগড়াছড়ি ও নানিয়াচর বসবাস করে আসছিলেন।
এছাড়া এডভোকেট শক্তিমান চাকমা বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্র নেতা ছিলেন।