শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি এর উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধিদল
রাবিপ্রবি এর উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধিদল
ষ্টাফ রিপোর্টার :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) আজ শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর অস্থায়ী প্রধান কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা সাথে সাক্ষাৎ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান ও প্রতিনিধিদল।
এ প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম প্রধান (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সরকার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-৪) মুহাম্মদ জহুরুল ইসলাম।
উপাচার্য প্রতিনিধি দলের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে রাবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য মাস্টার প্ল্যান, কনসালটেন্সি ফার্ম নিয়োগ, রিভাইজড ডিপিপিসহ বিশ্ববিদ্যালয় প্রকল্পের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে প্রতিনিধি দলটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাব এবং বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন।