মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দর সাথে চেয়ারম্যান সুকুমার বড়ুয়া’র মতবিনিময়
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দর সাথে চেয়ারম্যান সুকুমার বড়ুয়া’র মতবিনিময়
চট্টগ্রাম প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) :: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় কালে রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাহসী ও যোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশকে দরিদ্র রাষ্ট্র থেকে উন্নিত করে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় ও সাহসী নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের নাম।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে আজ ১৫ মে বিকাল ৩টায় নগরীর আন্দরকিল্লাস্থ ব্যক্তিগত কার্যালয় ও ময়নামতি আর্ট প্রেস কার্যালয়ে বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। এসময় চেয়ারম্যান সুকুমার বড়ুয়া আরো বলেন, এক সময় বাংলাদেশকে বিশ্ববাসী তলা বিহীন ঝুড়ীর দেশ বলতেন। আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। সারা বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতিতে বদলে যাচ্ছে দেশ। তিনি আরো বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো অনলাইন গণমাধ্যমে তুলে ধরে সরকারের পাশে থাকা এখন সময়ের দাবি। তিনি সকল সাংবাদিকদের সকল মতভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, উপ-অর্থ সম্পাদক রূপন চক্রবর্ত্তী, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, সদস্য গোমাম মোস্তফা তালুকদার, মোহাম্মদ জামাল উদ্দিন ও কুতুব উদ্দিন রাজু প্রমূখ।
মতবিনিময় শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সুকুমার বড়ুয়ার হাতে মাসিক মুখপত্র অনলাইন বার্তার নতুন সংখ্যার কপি তুলে দেন।