বুধবার ● ১৬ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন
রাঙ্গুনিয়াতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন
রাঙ্গুনয়িা প্রতনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৪০মি.) রাঙ্গুনিয়ায় পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। গতকাল মঙ্গলবার (১৫ মে) ইছাখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের ব্যানারে বিকাল ৩ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে পল্লী বিদ্যুতের গ্রাহক ছাড়াও বিভিন্ন পেশাজীবির লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশ সংগঠনের আহবায়ক মাহাবুবুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন্ সম্পাদক রাসেল রাসু, রাঙ্গুনিয়া পৌরসভা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ,সহসাংগঠনিক সম্পাদক কাউসার হোসাইন, সৈয়দবাড়ি ওয়ার্ড মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক অজয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মো. দিদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বন্টনে বৈষম্য করা যাবেনা। পুরো রাঙ্গুনিয়ায় সমঅধিকারে বিদ্যুৎ বন্টন করতে হবে। পবিত্র রমজান মাসে সেহেরী,ইফতার ও নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে হবে। অফিসে দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত সংযোগ ফি আদায় বন্ধ করতে হবে। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারন করে আরো বলেন ৩ দিনের মধ্যে ৬ দফা দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা।