বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » তাড়াশে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত-২
তাড়াশে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত-২
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) সিরাজগঞ্জের তাড়াশে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।
আজ ১৭ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে ও শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮)।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহণের একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি দুমড়ে মুচরে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই দু যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে একজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে পাঠানো হয়েছে। তবে অপরজনের লাশ পাওয়া যায়নি। চালক ও হেলপারসহ দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম.ম আমজাদা হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘনায় নিহতদের আত্মার রুহের মাগফেতার কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।