শনিবার ● ১৯ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মিশ্র ফলের চারা রোপণ করলেন বীর বাহাদুর উশৈসিং
বান্দরবানে মিশ্র ফলের চারা রোপণ করলেন বীর বাহাদুর উশৈসিং
বান্দরবান প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৬মি.) বান্দরবানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ মিশ্র ফলের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে বালাঘাটা পুলিশ লাইন মাঠে তোতা পরী জাতের আমের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের প্রকল্প পরিচালক মো. আবদুল আজিজ প্রমুখ ।
বৃক্ষরোপণ কর্মসুচী শেষে বান্দরবান সদরের লাল মোহন বাগান এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের তত্বাবধানে ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত লাল মোহন যুব সমবায় সমিতি ভবনে উদ্বোধন করেন। সমিতির ভবন উদ্বোধন শেষে বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভপতিত্বে সমবায় সমিতির হল প্রঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ অংশ গ্রহন করেন। আলোচনা সভায় অতিথিরা বলেন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল হচ্ছে দেশের সকল স্তরের জনসাধারণ। প্রধান মন্ত্রীর হাত ধরে পার্বত্য অঞ্চলের মত দূর্গম পাহাড়ী এলাকা গুলোতেও আজ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বান্দরবানের দূর্গম এলাকার মানুষ গুলো দেখেনি আলোর মুখ তারা এখন সোলারের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পাচ্ছে, পড়া লেখা করছে তাদের নিজস্ব ভাষায় ও উন্নত মানের কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে। মুহুত্বের মধ্যে বিশ্বের সকল নিউজ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিতে সবাই পেয়ে যাচ্ছে। পার্বসত্য অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রধান মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান ।