সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের মারামারিতে আহত-২
বিশ্বনাথে দু’পক্ষের মারামারিতে আহত-২
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩৩মি.) সিলেটের বিশ্বনাথে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুই জন আহত হয়েছেন। রবিবার (২০মে) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগিরআলা গ্রামের মৃত ছালিম উল্লাহর পুত্র আজির উদ্দিন ও মৃত মজমিল আলীর পুত্র সিরাজ আলী গংদের মধ্যে এঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (২৫) ও প্রতিপক্ষের সিরাজ আলী (৫৫)। আহতদেরকে গুরুত্বর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন আজির উদ্দিন।
জানা গেছে, সিরাজ আলী ও তার প্রতিবেশী মৃত জমির উল্লাহর পুত্র আপ্তর আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে আজির উদ্দিনের। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষে একাধিক মামলাও দায়ের করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আজির উদ্দিন ও তারপুত্রদের সাথে নিয়ে গ্রামের পার্শ্ববর্তি হাওরে চাষাবাদ করতে যান। এসময় জমির আইল কাটা নিয়ে আজির উদ্দিনের সাথে সিরাজ আলী গংদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় আজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও প্রতিপক্ষের সিরাজ আলী গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজির উদ্দিন বলেন, আজ (রবিবার) সকালে আমি আমার পুত্রদের নিয়ে জমিতে চাষাবাদ করতে গেলে সিরাজ আলী গংরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলে গুরুত্বর আহত হয়েছে। এসময় আমাদের প্রাণ রক্ষার্থে আমরা দৌড়ে পার্শ্ববর্তি রাজাপুর গ্রামের মসজিদে গিয়ে আশ্রয় নেই। কিন্ত সেখানে গিয়েও তারা মসজিদে হামলার চেষ্টা করে। একপর্যায়ে রাজাপুর গ্রামবাসী আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা ব্যর্থ হয়ে আমার বাড়ির বসতঘরে হামলা চালায় এবং আসবাবপত্র ভাংচুর করে নগদ ৩৫হাজার টাকা ও ২ভরি স্বর্ণালংকার’সহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। সিরাজ আলী পক্ষের বুলবুল, আব্দুল্লাহ, শামিম, সুজন ও লিমনের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন লোক এই হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, আজির উদ্দিনের অভিযোগগুলো মিথ্যা দাবি করে সিরাজ আলী পক্ষের ইলিয়াস আলী ও আপ্তর আলী বলেন, আজ (রোববার) সকালে আজির উদ্দিন তার পুত্রদের সাথে নিয়ে জমির আইল কাটতে গেলে আমরা বাঁধা প্রদান করি। এসময় তারা হামলা চালিয়ে সিরাজ আলীকে গুরুত্বর আহত করে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।