বুধবার ● ২৩ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » দুবাইতে সড়ক দুর্ঘটনায় রাউজানের তৈয়বের মৃত্যু
দুবাইতে সড়ক দুর্ঘটনায় রাউজানের তৈয়বের মৃত্যু
রাউজান প্রতিনিধি :: (৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) দুবাইতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী টানা ১৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। নিহতের নাম মো. তৈয়ব উদ্দিন (২৫)। সে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হায়দার আলী গোমস্তারা বাড়ির মো. মুছা মিয়ার পুত্র। জানা গেছে, গত (৫-মে) শনিবার সন্ধ্যায় দুবাই আল আবীরে সড়ক পারাপার হওয়ার সময় একটি পাইজারো গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় তৈয়ব উদ্দিন। দুবাইর একটি হসপিটালে টানা ১৬দিন চিকিৎসাধীন থাকার পর ১৭দিনের মাথায় ২২ মে (মঙ্গলবার) ভোরে মৃত্যুকোলে ঢলে পড়েন। নিহতের চাচাত ভাই ফয়সাল বলেন, গত ৭ মাস পূর্বে ভ্রমন ভিসা নিয়ে দুবাইতে পাড়ি জমান। পরে সেখানে কয়েক বছর মেয়াদী ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে কাঁচা সবজির ব্যবসা করতেন। ৫ মে সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় একটি পাইজারো গাড়ির ধাক্কায় সে আহত হয়। টানা ১৭ দিন আইসিইউতে থাকার পর ২২ মে (মঙ্গলবার) মারা যায়। নিহত তৈয়ব উদ্দিন ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। কাল ২৪ মে (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় ১০টার একটি প্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নিহতের মরদেহ দেশে পৌঁছার কথা রয়েছে।