সোমবার ● ৪ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বদর দিবসে বাতিঘর’র আলোচনা
বিশ্বনাথে বদর দিবসে বাতিঘর’র আলোচনা
বিশ্বনাথ প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) সিলেটের বিশ্বনাথে শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন, সময়ের শৈল্পিক প্রজ্জলন ‘বাতিঘর’ আয়োজিত মহান বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উপজেলার স্থানীয় রাজাগঞ্জ বাজারে এই মাহফিল সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বদর দিবস থেকে শিা নেওয়ার প্রয়াজনীয়তা সকল যুগেই থাকবে। সমাজ ও দেশে বিদ্যমান সকল অন্যায়, অবিচার দূর করতে এই মহান দিবস থেকে শিা নেয়া সময়ের দাবী। তারা আরও বলেন, বিশ্ব বাস্তবতা আজ মুসলমানদের অনূকুলে, অন্যায়-জুলুম ও অবৈধ আধিপত্য সর্বত্র বিরাজমান তাই নিষ্পত্তিকারী বদর দিবসের গৌরবোজ্জল ইতিহাস চর্চাই পারে মুসলমানদের রা করতে।
বাতিঘর সভাপতি মু. শরীফ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমাদ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তেলিকোনা আলিম মাদরাসার অধ্য মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন, সিনিয়র শিক মাওলানা এটিএম নুর উদ্দিন। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বাতিঘর সদস্য জুবায়ের আহমদ রায়হান। সূচনা বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মাসুদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী সফর আলী, হাজী আব্দুল মালিক, আরজুমন্দ আলী, ক্বারী রহিম উদ্দিন, শিক্ষক আলীম উদ্দিন, শাহীন মিয়া, ব্যবসায়ী আরিফ আলী, জিয়াউর রহমান, আলী হোসেন, শায়েস্তা হোসেন, আতিকুর রহমান, রিয়াদ, খালেদ আহমদ, সোহেল আহমদ, বাতিঘর’র সাবেক সভাপতি মাস-উদ হাসান, গোলাম মোস্তফা, সুমন আহমদ ও সাবেক সহ-সভাপতি কাওছার আহমদ প্রমুখ।