শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা বার্তা
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা বার্তা
ষ্টাফ রিপোর্টার :: বৃহসপতিবার ১৭ ডিসেম্বর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তি ৷ গত ২০১৪ সালের ১৭ই ডিসেম্বর আমাদের যাত্রা শুরু করেছিলাম ৷ আজ ঘুরেফিরে আবার দিনটি হাজির৷ যদিও আমরা বর্ষপুর্তি পালনের জন্য কোন আনুষ্ঠানিকতা রাখিনি তবুও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর শুভাকাঙ্খী ও ভক্তকুলের অসংখ্য শুভেচ্ছাবার্তা আমাদেরকে বাধিত করেছে ৷ যেসকল শুভাকাঙ্খী বর্ষপুর্তিতে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের স্বল্প সংখ্যক নাম আমরা প্রকাশ করছি ৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ১ম বর্ষপুর্তিতে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন পাবনা থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সমাজ কল্যাণ সম্পাদক ও অনাবিল ডটনেট এর প্রধান সম্পাদক ও প্রকাশক সরকার রুহুল আমীন, ঢাকা থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক শামসুল আলম স্বপন, দিনাজপুর থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র যুগ্ম সম্পাদক ও দিনাজপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনি, কক্সবাজার থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সাধারন সম্পাদক ও কক্সবাজার নিউজ ডটকম এর প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরী, সিলেট থেকে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সহ-সভাপতি ও দৈনিক সিলেট ডটকম এর প্রকাশক কবি মুহিত চৌধুরী, চট্টগ্রাম থেকে সিটিজি টাইমস ডটকম এর প্রকাশক সোলাইমান মেহেদী হাসান, সনদ্বীপ থেকে আজাদ নিউজ ডটকম এর প্রকাশক অধ্যাপক মুক্তাদির আজাদ খান, ঢাকা থেকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ও সবখবর ডটকম এর প্রকাশক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ, ঢাকা থেকে ডট সিলিকন এর ম্যানেজিং ডিরেক্টর ও একুশ শতক ডটকম এর প্রকাশক রাশিদুল হাসান, ভোলা থেকে বাংলানিউজ এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক খলিল উদ্দীন ফরিদ, সিএইচটি নিউজ সেভেনটি ওয়ান ডটকম এর সম্পাদক বিটু বড়ুয়া, পার্লামেন্ট প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক মাহাবুর রহমান, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব আমার বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজু , সিএসবি নিউজ ডটকম এর সম্পাদক পলাশ বড়ুয়া, সনদ্বীপ অনলাইন এর প্রকাশক কর্ণেল (অবঃ) দিদারুল আলম - বীর প্রতীক (সব সেক্টর কমান্ডার)৷
সিএইচটি মিডিয়া পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে৷ “অবসান হোক বৈষম্যের” শ্লোগানকে প্রকাশনায় সার্থক রুপ দিতে আপনাদের সাথে পেয়ে আমরা ধন্য ৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে- এই এক বছরে পথ চলায় যত সংবাদ আমরা প্রকাশ করেছি তার কোন সংবাদের প্রতিবাদ ছাপাতে হয়নি, “অবসান হোক বৈষম্যের” শ্লোগানের এটাই স্বার্থকতা ৷ বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টাল এর ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ ও অপরিসিম৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম কেবলমাত্র নিজের নিউজ পোর্টাল নিয়ে করছে না , আমরা বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র মাধ্যমে সারা বাংলাদেশের নিউজ পোর্টাল প্রকাশক, সম্পাদক, অনলাইন মিডিয়া সংবাদ কর্মীদের যথাযত সম্মান ও মর্যাদার জন্য কাজ করছি ৷ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং অপসাংবাদিকতা রোধকল্পেও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে ৷ বিগত এক বছরে যারা আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ, লিখা, সংবাদ, বিজ্ঞাপন ও সহযোগিতা দিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন তাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ৷