শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
গাজীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ি এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ৷ তার পরনে লাল সোয়েটার এবং কালো রংয়ের প্যান্ট রয়েছে ৷
১৮ ডিসেম্বর শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার ছায়াতল মার্কেটের কাছে ব্রিজের পূর্ব পাশে বিলের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয় ৷
জয়দেবপুর চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শুক্রবার সকালে ওই ব্রিজের পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয় ৷ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
এসআই আল মামুন আরো জানান, নিহতের গলা জবাই করা এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷