শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » লংগদুতে বিএনপির শতাদিক নেতাকর্মির আওয়ামী লীগে যোগদান
লংগদুতে বিএনপির শতাদিক নেতাকর্মির আওয়ামী লীগে যোগদান
লংগদু প্রতিনিধি (রাঙামাটি) :: আওয়ামী লীগের আদর্শ ও বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে লংগদু উপজেলা বিএনপির সদস্য ও ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলী আকবর,যুবদল নেতা ইদ্রিস আলী ও মোঃকাশেম এর নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেছেন ।এ সময় তারা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের হাতে ফুলের তোরা উপহার দিয়ে যোগদান করেন। বৃহসপতিবার ১৭ ডিসেম্বর ভাসান্যাদম ইসলামী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসন গ্রহন করার পূর্বে মধ্য পথে চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন,লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইনীমুখ ইউনিয়ন চেয়ারম্যান বারেক সরকার,রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জানে আলম,সাবেক মাইনীমুখ ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহাম্মদ,ভাসান্যাদম ইউনিয়ন চেয়ারম্যান জহির উদ্দিন,গুলশাখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম এবং স্থানীয় নেতৃবৃন্দ। পরে যোগদানকৃত নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে প্রধান অতিথী বলেন,আমাদের সবাইকে মানুষের জন্য কাজ করে যেতে হবে।পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমরা অঙ্গিকারবদ্ধ।পরে ভাসান্যাদম ইসলামী উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করবেন বলে আশ্বস্ত করে অনুষ্ঠান সমাপ্তি করেন।