শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পৃথক বন্দুকযুদ্ধে নিহত-২
ময়মনসিংহে পৃথক বন্দুকযুদ্ধে নিহত-২
ময়মনসিংহ অফিস :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৩৮মি.) ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশাল উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানের সময় পৃথক বন্দুকযুদ্ধে আলী হোসেন (৩৮) ও স্বপন (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। পৃথক এলাকায় বন্দুকযুদ্ধের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী ও কনেস্টেবল রফিকুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।
গতকাল বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত রাত ৪টার দিকে তারাকান্দায় এবং বৃহস্পতিবার (২১ জুন) দিবাগত মধ্যরাতে ত্রিশাল উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এস আই) খন্দকার মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২১ জুন) দিনগত মধ্যরাতে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শে পীর সাহেবের অটোরাইস মিলের বাউন্ডারির উত্তর পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তারাকান্দা উপজেলার পানিহড়ি এলাকার সাহেদ আলীর ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০টি মামলা রয়েছে।
এদিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ জুন) দিনগত মধ্যরাত সাড়ে ৪টার দিকে ত্রিশাল উপজেলার পৌর ৫ নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে আরও জানান তিনি।