শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্ষকের দৃষ্টানমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
ধর্ষকের দৃষ্টানমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৫৭মি.) খাগড়াছড়িতে জেলা পরিষদ পার্কে দিন বেলায় ত্রিপুরা তরুণী ধর্ষিত হওয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার ২২ জুন মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতাকর্মীরা। সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আদালত সড়কে প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, নারী ধর্ষনের মতো জঘন্নতম ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় নারী ধর্ষন দিনদিন বেড়েই চলেছে। মানববন্ধনে ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দসহ ত্রিপুরা জনগোষ্ঠির বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ ও তরুন তরুনিরা এতে অংশগ্রহন করে তীব্র প্রতিবাদ, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি অপুর্ব ত্রিপুরা, কারজল বরণ ত্রিপুরা, শাপলা ত্রিপুরা ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রমুখ।
ডাক্তারি পরীক্ষার পরপরই নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা করা হবে বলেও জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান।
প্রসঙ্গত, গতকাল দুপুরে জেলা পরিষদ পার্কের নির্জন এলাকায় এ ঘটনা ঘটেছে। দশম শ্রেণির ছাত্রী ধর্ষিতাকে পুলিশি হেফাজতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে ধর্ষনের ঘটনার সাথে জড়িতদের তাৎক্ষণিক ভাবে পুলিশ জেলা পরিষদ পার্ক থেকে ধর্ষনের সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।