শুক্রবার ● ২২ জুন ২০১৮
প্রথম পাতা » জাতীয় » অটোরিকশা চালক সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রীর সাড়া : পেল নতুন অটোরিকশা
অটোরিকশা চালক সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রীর সাড়া : পেল নতুন অটোরিকশা
ময়মনসিংহ অফিস :: (৮ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.০৬মি.) পরিবারের ভরণ-পোষন ও সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে দিশেহারা তারাকান্দা উপজেলার আবদুস সামাদের খুদেবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া দিয়ে নতুন অটোরিকশার ব্যবস্থা করে দিলেন। প্রধানমন্ত্রীর বদান্যতায় নতুন অটোরিকশা পেয়ে সামাদ এখন ময়মনসিংহে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন।
গতকাল বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম একটি নতুন অটোরিকশা আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন। তার আগে গত ২৮ মে সারাদিন ভাড়া চালিয়ে রাতে তার নিজের অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গোয়াতলার শশা বাজারে জুলহাস ফকিরের গ্যারেজে ব্যাটারি চার্জের জন্য রেখে যাওয়ার পর হারিয়ে গেলে রুটি-রুজির একমাত্র অবলম্বনের জন্য সামাদ দিশেহরা হয়ে পড়েন। পরে স্থানীয় কিছু তরুণের সহযোগিতায় গুগলে খুজঁ করে প্রধানমন্ত্রীর ফোন নম্বর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে সাহায্য চেয়ে একটি খুদেবার্তা পাঠান। এ বার্তাটি পেয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের এ ব্যাপারে খোঁজ নেয়ার নির্দেশ দেয়ার পর ধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। এসময় পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে অটোরিকশা চালক সামদকে ডেকে এনে গ্যারেজের মালিকের মাধ্যমে নতুন রিকশার ব্যবস্থা করে দেন।
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শিমুলিয়া গ্রামের হাজী সামছুদ্দিনের ছেলে আবদুস সামাদ (৩৫) গত ২৮ মে সারাদিন ভাড়া চালিয়ে রাতে তার নিজের অটোরিকশাটি উপজেলার গোয়াতলার শশা বাজারে জুলহাস ফকিরের গ্যারেজে ব্যাটারি চার্জের জন্য রেখে যান। পরদিন সকালে রিকশার মালিক সামাদ এসে তার রিকশাটি সেখানে পাননি। পরে গ্যারেজের মালিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে গ্যারেজের মালিক কিছুই বলতে পারেনি। নিরুপায় হয়ে সামাদ তারকান্দা থানায় রিকশা হারানোর একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এত কোন কাজ হয়নি।
পরিবার ও সংসার চালানোর একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে সামাদ দিশেহারা হয়ে পড়েন। পরে স্থানীয় কিছু তরুণের সহযোগিতায় সামাদ গত ১৬ জুন গুগলে খোঁজ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহহ করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে ‘মা আপনি সারদেশের মা, আমাকে একটু সাহায্য করুন’ এটুকুই লিখে সাথে নিজের ঠিকানা দিয়ে সরাসরি একটি খুদেবার্তা পাঠান। এই বার্তা পেয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের এ ব্যাপারে খোঁজ নিতে বলেন।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের পুলিশ সুপার নির্দেশ পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এসএ নেওয়াজী এবং তারাকান্দা থানার ওসি মাহবুবুল হককে অটোরিকশা চালক এমএ সামাদকে খুঁজে বের করে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন। সংশ্লিষ্ট থানার ওসি মাহবুব অটোচালক সামাদের ঠিকানা খুঁজে বের করে অটোরিকশা হারানোর বিস্তারিত জেনে এ ব্যাপারে পুলিশ সুপারকে অবহিত করার পর পুলিশ সুপার গ্যারেজের মালিক জুলহাসকে ডেকে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। যেহেতু গ্যারেজ থেকে রিকশাটি হারানো যায়, সে কারণে গ্যারেজের মালিক জুলহাস নিজ উদ্যোগে একটি নতুন অটোরিকশা কিনে সামাদকে দিতে রাজি হন। পরে বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নতুন অটোরিকশাটি আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন।
নতুন অটোরিকশা পেয়ে সামাদ আনন্দে আত্মহারা। আমার মত নগন্য মানুষের পাঠানো বার্তায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী আমার পরিবারকে বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন।
এলাকার সর্বসাধারণ ভাষায় ‘মাদার অফ হিউমিনিটি’ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই বদান্যতা একটি উজ্জ¦ল দৃষ্টান্ত হয়ে থাকবে।