শুক্রবার ● ২৯ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ব্লক রেইড অভিযানে ইয়াবাসহ আটক-৬
রাউজানে ব্লক রেইড অভিযানে ইয়াবাসহ আটক-৬
রাউজান প্রতিনিধি :: (১৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.২২মি.) চট্টগ্রামের রাউজান থানা পুলিশের “ব্লক রেইড” নামক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহর নেতৃত্বে গত ২৭-জুন বুধবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করার সময় ইয়াবাসহ ৬ জন ওয়ারেন্টভূক্ত নিয়মিত মামলার আসামী আটক করা হয়েছে।
এই “ব্লক রেইড” অভিযানে অংশ গ্রহণ করেন ৫০ জন পুলিশ সদস্য।
আটককৃতরা হলো, হলদিয়া ইউনিয়নের ফকির পাড়া এলাকার চুন্নু মিয়া সারাং বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে জাহেদুল আলম জাহেদ (২৭), পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার পেয়ার আহমদের মেয়ে হাসনা বেগম ও তার ভাই মোহাম্মদ নওশাদ, গশ্চি ফকিরের বাড়ি এলাকার বদিউজ্জামানের ছেলে মো. রাশেদ, গহিরা ৩ নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার কে.এম মাহফুজুল হকের ছেলে কে.এম আব্দুল্লাহ আল মামুন, চিকদাইর ইউনিয়নের হারেজের বাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে মো.সাইফুল ইসলাম।
এপ্রসঙ্গে রাউজান থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সাইমুল ইসলাম জানান, বুধবার রাতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। এতে হলদিয়ার ইয়াবা গডফাদার হিসেবে খ্যাত জাহেদুল আলমকে ৪০ পিস ইয়াবাসহ আটক করি। তার নামে ওয়ারেন্ট আছে বলেও জানান তিনি।
ব্লক রেইড অভিযান সম্পর্কে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।
বুধবার রাতেও ব্লক রেইড অভিযানে হলদিয়ার ইয়াবা গডফাদার জাহেদকে ৪০ পিস ইয়াবাসহ আটক করি। মামলা রুজু শেষে তাদেরকে কোর্টে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।