শনিবার ● ৩০ জুন ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সাঁওতাল বিদ্রোহ দিবস : পুলিশী বাঁধা উপেক্ষা করে গোবিন্দগঞ্জে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ
সাঁওতাল বিদ্রোহ দিবস : পুলিশী বাঁধা উপেক্ষা করে গোবিন্দগঞ্জে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৫০মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল, আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকায় সজ্জিত বিক্ষোভ মিছিলটি জয়পুর-মাদারপুর থেকে শুরু করে কাটা মোড় হয়ে সাপামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে। বিক্ষোভ মিছিলটি সমাবেশ স্থলে যাওয়ার পথে কাটা মোড়ে পুলিশ সাঁওতালদের বাঁধা দেয়ার চেষ্টা করে। কিন্তু বাঁধা অতিক্রম করে সমাবেশ স্থলে পৌঁছে। সেখানে অস্থায়ী শহীদ বেদিতে সাঁওতাল বিদ্রোহে সিদু, কানুসহ নাম না জানা শহীদ ও বাগদাফার্মে নিহত শ্যামল, রমেশ, মঙ্গলসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব তারিক হোসেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী গবেষক অধ্যাপক নজরুল ইসলাম, আদিবাসী নেতা এ্যাড. বাবুল রবিদাস, এ্যাড. মুরাদজ্জামান রব্বানী, মানবাধিকার কাজী আব্দুল খালেক, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুধী তীর্কি, গণেশ মুর্মু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, স্বপন শেখ, প্রিসিলা মুর্মু ও অলিভিয়া মার্ডি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর বাগদাফার্মে সংঘটিত ঘটনার পর থেকেই সেখানে আদিবাসী-বাঙালিরা খোলা আকাশের নিচে বসবাস করছে। পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলায় এখনো ক্ষতিগ্রস্তরা আতংকিত জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে সাহেবগঞ্জ-বাগদাফার্মের উদ্বাস্তু মানুষদের জমি ফেরতের দাবি জানান। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের শুরুতেই আদিবাসী শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে।