শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার
স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (২৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) ময়মনসিংহের মুক্তাগাছায় শশুর বাড়ি বেড়াতে এসে শ্বাসরোধে স্ত্রী আকলিমা খাতুন (২০)কে হত্যার ঘটনায় মামলায় পলাতক ঘাতক স্বামী আনোয়ার হোসেন (২২) কে গ্রেফতারের পর ময়মনসিংহের আদালতে জবানবন্দি’র জন্য প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদানের জন্য ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।তার আগে বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আল আমীন।
থানায় মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকার জালাল উদ্দিনের মেয়ে আকলিমা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারি এলাকার চান্দুমিয়ার ছেলে আনোয়ারও ঢাকায় চাকুরী করতো। সেইসূত্রে প্রথমে পরিচয় পরে দেড় বছর আগে সেখানেই তাদের বিয়ে হয়। সম্প্রতি ঈদের ছুটিতে তারা মুক্তাগাছায় বেড়াতে আসে। কিন্তু শনিবার (২৩ জুন) দিনগত রাত ১টার দিকে মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকায় শশুর জালাল উদ্দিনের বাড়িতে গৃহবধূ আকলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী আনোয়ার পালিয়ে যায়। পরে তাকে বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার (৫ জুলাই) দুপুরে ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদানের জন্য গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয় ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, ঈদের ছুটিতে তারা বেড়াতে মুক্তাগাছায় এসেছিল। সে সময় আকলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পরদিন (২৪ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।