শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ফ্যাসিবাদী শাসন অবসানে রাজপথে নেমে আসুন - জাতীয় মুক্তি কাউন্সিল
ফ্যাসিবাদী শাসন অবসানে রাজপথে নেমে আসুন - জাতীয় মুক্তি কাউন্সিল
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা আজ ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি বদরুদ্দীন উমরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম, সজীব রায়, আবদুল মজিদ, হাসিবুর রহমান, মিঠুন চাকমা, মজিবর রহমান, পারভেজ লেলিন প্রমুখ।
সভায় ৫ জানুয়ারি ২০১৪ ভারতের মদদে ধাপ্পাবাজির নির্বাচনে গঠিত সরকারের ফ্যাসিবাদী শাসন অবসানে, দেশের রাজনীতিতে ভারতীয় আগ্রাসন ও মার্কিনী চক্রান্ত রুখে দাঁড়াতে দেশের গণতান্ত্রিক ও বিপ্লবী শক্তির প্রতি সংগ্রামে রাজপথে নামার আহ্বান জানানো হয়।
সভায় ৫ জানুয়ারি ২০১৬ দেশব্যাপী কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ভারতের সাথে ২০১০ সালের ১২ জানুয়ারি সম্পাদিত অধীনতামূলক হাসিনা-মনমোহন চুক্তিকে দাসত্বের চুক্তি হিসেবে অভিহিত করে এ চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রামের জন্য প্রদত্ত ১১ দফা নির্দেশনাকে গণবিরোধী, জনগণের রাজনৈতিক স্বাধীনতা বিরোধী ও সেনাশাসন বলবৎ রাখার বেসামরিক কৌশল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।(প্রেস বিজ্ঞপ্তি)