শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক-১
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক-১
টেকনাফ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফের সাববাং এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ,মোটর সাইকেল, বুলেট ও কিরিচসহ সাদ্দাম হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সে একই ইউনিয়নের আছারবনিয়া এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র ।
১৮ডিসেম্বর সকাল সাড়ে ১০টারদিকে সাবরাং বিওপি ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ আলম রাব্বি নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়ন কমপ্লেক্স সংলগ্ন শেখ রাসেল স্মৃতি সংসদ নামে একটি ক্লাবে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী শার্টারগান, ৭রাউন্ড বুলেট, ১টি মোটর সাইকেল ও কিরিচসহ তাকে আটক করতে সক্ষম হয়। তবে এসময় তার এক সহযোগী আগ্নেয়াস্ত্রের মালিক একই এলাকার মোঃ মোতালেবের পুত্র মোহাম্মদ ইসহাক পালিয়ে যায়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আজহারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে ইসহাককে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আপলোড : ১৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ১০ মিঃ