মঙ্গলবার ● ২৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারী বর্ষনে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভারী বর্ষনে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবান জেলা প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৯ মি.) বান্দরবানে ২৪ ঘন্টার টানা ভারী বর্ষনের কারণে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ ২৪ জুলাই মঙ্গলবার দুপুরে বান্দরবানের বালাঘাটা স্বর্ণ মন্দির এলাকায় পাইনছড়া খালের ব্রিজটি আবারো পনিতে তলিয়ে যাওয়ার কারণে বান্দরবানের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে উভয় পাশে আটকা পড়ে যানবাহন সহ দুর্ভোগে পড়ে যাত্রীরা।
এদিকে বান্দরবান জেলার সাংগু নদিতে পানি বেড়ে যাওয়া ও ভারী বর্ষনের কারণে বান্দরবান সদরের নির্মাঞ্চল গুলি প্লাবিত হওয়া এবং পাহাড় ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে।