বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » শিরোনাম » মুক্তিযোদ্ধাদের ঋন শোধ করা যাবে না : শফিকুর
মুক্তিযোদ্ধাদের ঋন শোধ করা যাবে না : শফিকুর
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ২৩ সেপ্টেম্বর :সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও তিথিৰার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি৷ পেয়েছি বাংলা ভাষায় কথা বলার সুযোগ৷ কোন কিছুর বিনিময়েই মুক্তিযোদ্ধাদের এই ঋন শোধ করা যাবে না৷ চিরদিন বাঙালী জাতি মুক্তিযোদ্ধাদের কাছে ঋনী থাকবে ৷ তিনি আরো বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যক্ররের মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত করছে ৷ সমভাবে দেশের সকল ক্ষেত্রের উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়ন করে স্বনির্ভও হয়ে উঠছে দেশ ৷ সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতায় স্বল্প সময়ের মধ্যেই দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে ৷
তিনি বুধবার সিলেটের বিশ্বনাথে নিজের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদেও পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত্ ধর রন মেম্বার, মুক্তিযোদ্ধা সনত্মান আজিজুর রহমান ৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ৷ এসময় উপস্থিত ছিলেন আরাফা এইড ফাইন্ডেশন ইউকের চেয়ারম্যান তাজুল ইসলাম কোরেশী, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রান ও পূনর্বাসন সম্পাদক ফজলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগ নেতা মানিক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগ নেতা দবির মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সুহেল আহমদ মুন্না, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ ৷ আপলোড : ২৩ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৪২ মিঃ