বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » ট্রাফিক আইন অমান্য করায় ৩দিনে ৬৪৩টি মামলা
ট্রাফিক আইন অমান্য করায় ৩দিনে ৬৪৩টি মামলা
পটুয়াখালী প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩১ মি.) পটুয়াখালীতে ট্রাফিক আইন অমান্য করায় এই তিনদিনে যানবাহন ও চালকের বিরুদ্ধে ৬৪৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ৫ আগস্ট রবিবার থেকে মঙ্গলবার ৭ আগস্ট বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্য করায় এসব মামলা দায়ের করা হয়।
পটুয়াখালী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হেলাল উদ্দিন বলেন, গত ৩ দিনে শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাচাই করা হয়ে। রোভার স্কাউট ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে তিনদিনে মোট ৬৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আগামী ১১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান টিআই হেলাল উদ্দিন।