মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১ : আহত-১৪
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-১ : আহত-১৪
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৭মি.) খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে রফিক(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৪জন আহত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের আলুটিলার বড় ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি আসছিলো। সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির প্রবেশ মুখের আলুটিলার বড় বিজ্র নামক এলাকায় পাহাড় থেকে নামার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।