মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সেমিনার অনুষ্ঠিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সেমিনার অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি:: ২২ ডিসেম্বর মঙ্গলবার পাবনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয় ৷ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মোঃ মনিরুজ্জামান ৷ সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন৷ বর্তমান সরকার প্রণীত জনবান্ধব আইনসমূহের অন্যতম হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহসভাপতি মোঃ মাহবুব-উল-আলম মুকুল এ বি এম ফজলুর রহমান, সভাপতি ক্যাব নাদিরা আকতার এবং সরকারী কর্মকর্তাবৃন্দ ৷ উপস্থিত ছিলেন পাবনা জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব পাবনার নেতৃবৃন্দ, পাবনা জেলা ভোক্তা অধিকার সংরৰণ কমিটির সদস্যবৃন্দ৷ সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন মুহাম্মদ হাসানুজ্জামান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷ প্রধান অতিথি তার বক্তব্যে আলোচকবৃন্দের সুচিন্তিত মতামত পর্যালোচনা করেন৷ তিনি সংশ্লিষ্ট সকলকে ভোক্তা অধিকার রক্ষায় এক যোগে কাজ করার অনুরোধ করেন৷ এসময় উপস্থিত ছিলেন রানা ডেভেলপারস গ্রুপ এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, অনলাইন পত্রিকা ‘ নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনি মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷