রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » পেয়ারা পারা নিয়ে সংঘর্ষে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত : আহত-২
পেয়ারা পারা নিয়ে সংঘর্ষে ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত : আহত-২
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) ময়মনসিংহের নান্দাইলে গাছ থেকে পেয়ারা পারা নিয়ে সংঘর্ষে ছোটভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই পল্লী চিকিৎসক ফিরুজ মিয়া ((৬৫) নিহত হযেছে।এ ঘটনায় গুরুতর আহত নিহতের ছেলে মাসুদ মিয়া (২৮)কে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রতিপক্ষ মোস্তফা মিয়া(১৮)কে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতাল থেকে পুলিশ আটক করেছে।
আজ রবিবার ২৬ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের গইছখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পল্লী চিকিৎসক ফিরুজ মিয়া ও ঘাতক ছোটভাই ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলে আচারগাঁও ইউনিয়নের গইছখালি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলেদের মধ্যে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের গাছ থেকে পেয়ারা পারা নিয়ে দু’পক্ষে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষ শুরু হলে ছোটভাই মিলন মিয়া (৬২) লাঠি দিয়ে বড়ভাই ফিরুজ মিয়াকে মাথায় আঘাত করেলে গুরুতর হয়।এসময় দেশিয় অ¯্ররে আঘাতে নিহতের ছেলে মাসুদ মিয়া (২৮) ও প্রতিপক্ষ মিলনের ছেলে মোস্তফা মিয়া(১৮) আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক ফিরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এবং তার ছেলে মাসুদ মিয়া (২৮)কে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে সংঘর্ষের সময় প্রতিপক্ষ মিলন মিয়ার ছেলে মোস্তফা মিয়া পালিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় পুলিশ তাকে আটক করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সেইসাথে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরও জানান তিনি।